Ajker Patrika

জীবনের নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টের আবেদন

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ৩৪
জীবনের নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টের আবেদন

নিরাপত্তাহীনতার অভিযোগ এনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলন-চাঁপা হলের পদত্যাগকারী প্রভোস্ট সিরাজাম মনিরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন। আজ শুক্রবার এই আবেদন করেন তিনি।

আবেদনে সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের দ্বারা লাঞ্ছিত ও তাঁর দেওয়া জীবননাশের প্রকাশ্য হুমকির মুখে গত বুধবার তিনিসহ চারজন হাউস টিউটর একসঙ্গে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরপর গতকাল মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে জাককানইবি পরিবার থেকে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে রাকিবের পাশে দাঁড়িয়ে থাকা তার দুজন সঙ্গী অশ্লীল অঙ্গভঙ্গি করে সিরাজাম মনিরার দিকে তাকিয়ে অট্টহাসি হাসেন।

ওই আবেদনে আরও বলা হয়েছে, এই নোংরা ইঙ্গিতপূর্ণ অপমান তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে তাড়াতাড়ি বাসায় রেখে যান। তারপর থেকে তিনি লক্ষ্য করছেন, কিছু শিক্ষার্থী বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তাঁর বাসার দিকে তীব্র নজর রাখছে। রাকিব ও তাঁর সঙ্গী সাথিদের প্রকাশ্য হুমকির মুখে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া ওই শিক্ষক এখন কার্যত বাসায় বন্দী রয়েছেন বলে উল্লেখ করেছেন।’

এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রেজিস্ট্রারের প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে সিরাজাম মনিরা আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুবই অসুস্থতা অনুভব করছি। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে।’

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে একটি মহল এসব কাজ করছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে আবেদন করছে।’

উল্লেখ্য, এর আগে বিজয় দিবসে ছাত্রী হলের ফিস্টের খাবার নিয়ে অনৈতিক সুবিধা নিতে গিয়ে খবরদারি করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত