Ajker Patrika

কাতারে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
Thumbnail image

উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে কাতার। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ‘হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫’-এর আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা
হামাদ বিন খলিফা কাতারের বাইরে থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিয়ে থাকে। সাধারণত এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য মাসিক উপবৃত্তি, আবাসনব্যবস্থা, টিউশন ফি, বিমানের রিটার্ন টিকিটের ফি ও বিবাহিত শিক্ষার্থীদের জন্য পারিবারিক আবাসনের ব্যবস্থা করা হয়।

অধ্যয়নের বিষয়সমূহ
ইসলামিক স্টাডিজ কলেজের অধীনে ৫টি বিষয়ে স্নাতকোত্তর ও ইসলামি অর্থ ও অর্থনীতিতে পিএইচডির সুযোগ রয়েছে। মানবিক ও সামাজিকবিজ্ঞান কলেজের অধীনে ৫টি বিষয়ে স্নাতকোত্তর ও মানবিক ও সামাজিকবিজ্ঞানে পিএইচডি করা যাবে। বিজ্ঞান ও প্রকৌশল কলেজের অধীনে ১৩টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা
হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি বৃত্তির জন্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় শর্ত রয়েছে। তাই প্রতিটি প্রোগ্রামের নির্দেশনা ভালোভাবে পড়তে হবে। ভালো একাডেমিক ফল থাকতে হবে। আইইএলটিএস থাকলে পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য
একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সম্পূর্ণ আবেদনপত্র, মানসম্মত পরীক্ষার ফল, দুটি রিকমেন্ডেশন লেটার, ব্যক্তিগত বিবৃতি, জীবনবৃত্তান্ত/সিভি, রিসার্চ প্রপোজাল (যেখানে প্রযোজ্য)।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের প্রথমে এ  লিংকে গিয়ে একটি আইডি খুলতে হবে। এরপর আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিত হবে।

আবেদনের শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত