Ajker Patrika

আগামী শনিবার শাবিপ্রবিতে বহুভাষিক চলচ্চিত্র উৎসব শুরু  

শাবিপ্রবি প্রতিনিধি
আগামী শনিবার শাবিপ্রবিতে বহুভাষিক চলচ্চিত্র উৎসব শুরু  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাতৃভাষা বাংলাসহ মোট ছয়টি ভাষায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’। বহুভাষিক এ চলচ্চিত্র উৎসব আগামী শনিবার বেলা ৩টা থেকে শুরু হবে। আজ বুধবার বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, অনুষ্ঠানসূচি অনুযায়ী আগামী শনিবার বেলা ৩টায় বাংলা চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ ও সন্ধ্যা ৬টায় ইংরেজি ‘সোল’; রোববার বেলা ৩টায় ইতালি ‘বাইসাইকেল থিবস’ ও সন্ধ্যা ৬টায় কুরিয়ান ‘প্যারাডাইজ’ এবং সোমবার বেলা ৩টায় পর্তুগিজ ‘সিটি অফ গড’ ও সন্ধ্যা ৬টায় ফরাসি চলচ্চিত্র ‘এ সেপারেশন’ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে প্রদর্শন করা হবে। বিভিন্ন ভাষায় এসব চলচ্চিত্র উপভোগ করতে অনলাইন ও অফলাইনে ২০ টাকা মূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আজ, কাল বৃহস্পতিবার ও প্রদর্শনীর দিন সেন্ট্রাল অডিটোরিয়ামে সশরীরে এবং অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। 

 ‘চোখ ফিল্ম সোসাইটি’র সভাপতি ফাহিম আল হৃদয় বলেন, মাতৃভাষা ও মায়ের সঙ্গে প্রত্যেক মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষ তাঁর মায়ের ভাষাতেই প্রথম কথা বলতে শিখে। পৃথিবীতে প্রায় ৭ হাজারের ওপরে ভাষার সংখ্যা ছিল। যা এখন সাড়ে ৩ হাজারে এসে দাঁড়িয়েছে। তাই পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমরা এ বহুভাষিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছি। 

উল্লেখ্য, প্রগতিশীল চেতনা, আন্তর্জাতিকতাবাদ, গভীর শিল্পবোধ, সমাজ নির্মাণ-বিনির্মাণমুখি চলচ্চিত্র চর্চা বা বিপ্লবে ব্রতী হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬ সালের ২৯ আগস্ট আত্মপ্রকাশ করে ‘চোখ ফিল্ম সোসাইটি’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত