Ajker Patrika

খুবির ৬২টি গবেষণা প্রকল্পে ২ কোটি টাকার বেশি অনুদান

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৮: ৩০
খুবির ৬২টি গবেষণা প্রকল্পে ২ কোটি টাকার বেশি অনুদান

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬২টি গবেষণা সেলের উদ্যোগে গবেষণা প্রকল্পের অনুকূলে ২ কোটি টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ে ৬২ জন গবেষকের জন্য ২ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। 
 
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি আসে না। যৌথ গবেষণা পরিচালনা করতে পারলে বহুমুখী জ্ঞান বৃদ্ধি পায়। কম টাকার মধ্যেও ভালো গবেষণা করা যায়। গবেষণা করতে হলে নিবেদিত হতে হয়। 

উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী বছর এ খাতে বরাদ্দ বৃদ্ধি পাবে বলেও আশাবাদ করছি। উপাচার্য গবেষণা প্রকল্প সুসম্পন্ন করার ব্যাপারে বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা রয়েছে।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের গবেষকদের মধ্যে চেক হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষকদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ বশির আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন গবেষণা সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গবেষণা সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. তুহিন রায়। এ ছাড়া গবেষণার অর্থ সমন্বয়ের ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য দেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত