Ajker Patrika

উচ্চশিক্ষায় কানাডা যেতে লাগবে না অগ্রিম টিউশন ফি 

উচ্চশিক্ষায় কানাডা যেতে লাগবে না অগ্রিম টিউশন ফি 

উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে কানাডা। নানা সুযোগ-সুবিধার কারণেই অনেকে যেতে চান দেশটিতে। এবার নতুন সুবিধা যোগ হলো শিক্ষার্থীদের জন্য। 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এখন থেকে কানাডায় উচ্চশিক্ষার আবেদন করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক অগ্রিম টিউশন ফি পরিশোধ করতে হবে না। সম্প্রতি দেশটির ফেডারেল আদালত এমন রায় দিয়েছে। এতে বলা হয়েছে, অগ্রিম টিউশন ফি পরিশোধ করতে হবে না শিক্ষার্থীদের। টিউশন ফি এবং অন্যান্য খরচ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা প্রমাণ করতে পারলে হবে। 

একজন ইরানি ছাত্রের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে কানাডার ফেডারেল আদালত। সম্পূর্ণ টিউশনের অর্থ প্রদান না করায় ওই ছাত্রের স্টাডি পারমিট আবেদনটি ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল। 

এখন থেকে কানাডায় উচ্চশিক্ষার আবেদন করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অগ্রিম টিউশন ফি পরিশোধ করতে হবে না। ছবি: টুইটারএই রায়টি কানাডায় অধ্যয়ন করতে চাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় বাধা দূর করল। বিশেষ করে যারা স্টাডি পারমিটের আবেদন জমা দেওয়ার সময় টিউশনের পুরো বা আংশিক ফি দিতে না পারে। 

যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক তাদের মধ্যে কানাডা বরাবরই জনপ্রিয় গন্তব্য। এর প্রধান কারণ, কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সরকারি এবং বেসরকারি দুইরকমের বৃত্তির ব্যবস্থা আছে। পড়াশোনার পাশাপাশি রয়েছে কাজের সুযোগ। দেশটিতে জীবনযাত্রার ব্যয় অনেকটা নাগালে। 

এ ছাড়া অন্যান্য দেশের তুলনায় বেশি সংখ্যক শিক্ষার্থীকে কানাডায় পড়াশোনার সুযোগ দেওয়া হয়। সবশেষ ২০২২ সালে রেকর্ড সাড়ে ৫ লাখের বেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ দিয়েছে দেশটি। বিশ্বের ১৮৪ দেশ থেকে এসব ছাত্রছাত্রী কানাডায় যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত