Ajker Patrika

এআইইউবিতে ১৪তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত

এআইইউবিতে ১৪তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘১৪তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। 

২৩ ফেব্রুয়ারি এআইইউবি ক্যাম্পাসে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। বেলা ১১টা ৩০ মিনিটে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সভাপতি, লেখক এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এ সময় এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং এআইইউবির সহ-উপাচার্য ড. মো. আব্দুর রহমান, এআইইউবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সারা দেশ থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেন। এর মধ্যে ১ হাজার ১৩০ জন শিক্ষার্থী ফিজিকস অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে মোট ১১০ শিক্ষার্থীকে জাতীয় পর্বে বিজয়ী ঘোষণা করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ, ফিজিকস অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন হক, ফিজিকস অলিম্পিয়াডের কোচ অধ্যাপক ড. এম আরশাদ মোমেন এবং ফিজিকস অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ। বিজয়ী শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে সনদপত্র, মেডেল, ট্রফি এবং বই গ্রহণ করেন। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরবর্তী সময়ে পাঁচজনকে নির্বাচিত করা হবে ইরানে অনুষ্ঠিতব্য ৫৪তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। এআইইউবির পক্ষ থেকে তিনজন বিজয়ীকে ৫৪তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য এয়ার টিকিট প্রদান করা হবে। ১৪তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০২৪-এর আয়োজক বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত