Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য স্থপতি অধ্যাপক নিজামুদ্দিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য স্থপতি অধ্যাপক নিজামুদ্দিন 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা, স্থপতি ড. নিজামউদ্দিন আহমেদ। আজ বুধবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তিনি যোগদান করেন। 

এসময় স্থপতি নিজামউদ্দিন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। 

এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্থপতি নিজামউদ্দিন আহমেদকে ৪ বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। 

ড. নিজামউদ্দিন আহমেদ গত তিন যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সময়ে ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত সেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি কমনওয়েলথ স্কলার ও ফেলো ছিলেন। ড. নিজামউদ্দিন মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশ টাইমস ও ডেইলি স্টার পত্রিকায় দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বও পালন করেছেন। 

তাঁর বেশ কিছু স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে—বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, এমআইএসটি হোস্টেল, কুর্মিটোলা গলফ ক্লাব, অ্যাপেক্স ফুটওয়ার বিল্ডিং, রাঙামাটি ওয়াটরফল রিসোর্ট এবং ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে রয়েছে ছায়ানট, শিল্পকলা একাডেমি নাট্যশালা, সেনাকুঞ্জ, রোভার পল্লী অডিটরিয়াম, গলফ গার্ডেন অডিটরিয়াম প্রভৃতি। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে-অকোসিস অব আর্কিটেক্ট, কিশোর বিশ্ব স্থাপত্য, ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার ফর ডেভেলপিং কান্ট্রিজ, অগ্নি নিরাপত্তা প্রভৃতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত