Ajker Patrika

২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে যবিপ্রবিতে

যশোর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে যবিপ্রবিতে

আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরু হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)। আজ শনিবার যবিপ্রবি উপাচার্যের অফিস কক্ষে ডিনস কমিটির সভায় সশরীরে ক্লাস শুরু করার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক জানান, করোনার কারণে এত দিন সশরীরে ক্লাস বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শনিবার ডিনস কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে ‘আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সকল বিভাগের সকল বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম পরিচালিত হবে। 

রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক আরও জানান, কোভিড-১৯ এর ২ ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরাই সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। যে সকল শিক্ষার্থী এখনো পর্যন্ত ২ ডোজ টিকা গ্রহণ করেনি তাদেরকে অতি জরুরিভাবে টিকা গ্রহণ করে টিকা গ্রহণের সনদ সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 

যবিপ্রবির উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদি হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের পক্ষে ড. শিরিন নিগার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো. হাফিজ উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত