Ajker Patrika

বৃত্তি নিয়ে চার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
বৃত্তি নিয়ে চার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে তুরস্ক

ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন দেশের ১২০০ শিক্ষার্থীকে তুরস্কে পড়াশোনার সুযোগ দিচ্ছে তুরস্কের চার বিশ্ববিদ্যালয়। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পূর্ণ অর্থায়নে বিভিন্ন শর্তে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগে পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াও এই বৃত্তির জন্য আবেদনের সুযোগ রয়েছে।

বৃত্তি নিয়ে শিক্ষার্থীরা প্রথমবার তুরস্কে যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকিট, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা, মাসিক সম্মানি ভাতাসহ আরও অনেক সুবিধা পাবেন। বৃত্তিপ্রাপ্তরা তুরস্কের শবানসি, কাদির, বিলকেন্ট এবং কক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

বৃত্তি নিয়ে শবানসি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের স্নাতকের জন্য ২৮ আগস্ট এবং স্নাতকোত্তরের জন্য ১৮ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.sabanciuniv.edu/en) এ গিয়ে আবেদন করতে হবে।

বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ১০ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (https://w3.bilkent.edu.tr/international) গিয়ে আবেদন করতে হবে।

কক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের বিস্তারিত জানার জন্য (https://international.ku.edu.tr) এবং কাদির বিশ্ববিদ্যালয় বিভিন্ন মেয়াদের প্রোগ্রামের জন্য  (https://international.khas.edu.tr) গিয়ে আবেদন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত