Ajker Patrika

এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৩: ০২
এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জুন

চলতি বছরের এসএসসি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৯ জুন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চলতি বছর এসএসসির নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। এর পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে, যা অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে।

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল থেকে ফরম পূরণ শুরু হতে পারে। ২০২২ সালের কাস্টমাইজড সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরু হবে। এর এক মাস আগে ১৯ মে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু করতে হবে। তবে এবার নির্বাচনী পরীক্ষা নেওয়া যাবে না।

এ বছর বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা ইত্যাদি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে না। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এই সব বিষয়ে মূল্যায়ন করা হবে।

এবার ইংরেজি ১ম ও ২য় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে। ব্যবহারিক সংবলিত বিষয়ে পরীক্ষা হবে ৪৫ নম্বরের, যার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে ১৫ নম্বরের আর ৩০ নম্বরের রচনামূলক প্রশ্ন থাকবে। ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয়ে ৫৫ নম্বরে পরীক্ষা হবে, যার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে ১৫ নম্বরের আর অন্য ৪০ নম্বর থাকবে রচনামূলক প্রশ্নে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...