প্রতিনিধি
বাকেরগঞ্জ (বরিশাল): বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর বিভিন্ন বিভাগের সেমিস্টার ও অন্য সকল স্থগিত হওয়া পরীক্ষা সশরীর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৯ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের উপস্থিতিতে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের চূড়ান্ত পর্বের পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে করোনা সংক্রমণ এড়াতে যথারীতি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবেন না। এ ক্ষেত্রে নিজ দায়িত্বে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডট্রাম ও মৌখিক পরীক্ষাগুলো ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।
উল্লেখ্য, এ সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, প্রক্টর, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বাকেরগঞ্জ (বরিশাল): বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর বিভিন্ন বিভাগের সেমিস্টার ও অন্য সকল স্থগিত হওয়া পরীক্ষা সশরীর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৯ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের উপস্থিতিতে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের চূড়ান্ত পর্বের পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে করোনা সংক্রমণ এড়াতে যথারীতি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবেন না। এ ক্ষেত্রে নিজ দায়িত্বে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডট্রাম ও মৌখিক পরীক্ষাগুলো ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।
উল্লেখ্য, এ সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, প্রক্টর, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ যুগোপযোগী করতে নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংশোধিত আইনের খসড়ায় আইন লঙ্ঘনে শাস্তি বাড়ানো, উপাচার্য ও শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ধারণ, ট্রাস্টি বোর্ডে পরিবর্তন আনাসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে।
৪ ঘণ্টা আগেচলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে। ভর্তিপ্রক্রিয়া চলবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন নেওয়া হবে।
১ দিন আগেবাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আগামী রোববার থেকে স্বল্প পরিসরে শ্রেণি কার্যক্রম শুরু হবে। এ দিন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির কার্যক্রম শুরু হবে।
২ দিন আগেএইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট।
২ দিন আগে