Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ জুন থেকে শুরু হচ্ছে সশরীরে পরীক্ষা

প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ জুন থেকে শুরু হচ্ছে সশরীরে পরীক্ষা

বাকেরগঞ্জ (বরিশাল): বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর বিভিন্ন বিভাগের সেমিস্টার ও অন্য সকল স্থগিত হওয়া পরীক্ষা সশরীর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৯ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের উপস্থিতিতে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের চূড়ান্ত পর্বের পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে করোনা সংক্রমণ এড়াতে যথারীতি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবেন না। এ ক্ষেত্রে নিজ দায়িত্বে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডট্রাম ও মৌখিক পরীক্ষাগুলো ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

উল্লেখ্য, এ সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, প্রক্টর, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত