Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে ‘বৈশ্বিক অভিযাত্রা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটিতে ‘বৈশ্বিক অভিযাত্রা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে রাষ্ট্রদূতের ‘বৈশ্বিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে তুরস্কের বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মসয়ূদ মান্নান বলেন, বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্ব ও সংগ্রামের ফলেই আজ আমরা স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিক। আমাদের লক্ষ্য এখন ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন করা। তিনি বলেন, বঙ্গবন্ধুর শিখিয়ে যাওয়া কূটনীতি আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছে। বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যেমন অনন্য, তেমনি ভবিষ্যৎ বাংলাদেশের কূটনৈতিক নীতি প্রবর্তনেও ছিল অনন্যতা। বর্তমান সরকারও সব সব ভেদাভেদ ভুলে গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তুলেছে। 

রাষ্ট্রদূত এ সময় জার্মানি, মরক্কো ও তুরস্কসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনের জীবনগল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পরে শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বৈশ্বিক কূটনীতিতে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রিন ইউনিভার্সিটির আয়োজনে যোগদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সভায় উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব ল’-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রেজিস্ট্রার মো. সাইফুলসহ বিভিন্ন চেয়ারপারসন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত