Ajker Patrika

১৯ মাস পর খুলেছে জাককানইবি'র আবাসিক হল

জাককানইবি প্রতিনিধি
১৯ মাস পর খুলেছে জাককানইবি'র আবাসিক হল

১৯ মাস পর খুলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হল দুটি অগ্নিবীণা ও দোলনচাঁপা। আজ সোমবার সকাল ১০ থেকে আবাসিক হলে আসতে শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ ভোর থেকেই জিনিসপত্র নিয়ে নিজেদের হলে আসতে শুরু করে শিক্ষার্থীরা। এতে বহুদিন পর বিশ্ববিদ্যালয়ে ফিরে শিক্ষার্থীদের চোখেমুখে দেখা যায় উচ্ছ্বাস। করোনা সংক্রমণ কমে যাওয়ায় হলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবাসিক শিক্ষার্থীরা অন্তত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন তাঁরা টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে নিজ নিজ হলে উঠতে পারবে। 

দোলনচাঁপা হলের শিক্ষার্থী পিউ বলেন, দীর্ঘ ১৯ মাস পর আমাদের আবেগের জায়গায় আমরা ফিরতে পেরেছি। ধন্যবাদ জানাই জাককানইবি প্রশাসনকে। 
 
অগ্নিবীণা হলের শিক্ষার্থী মোস্তাকিম মেহেদী বলেন, দীর্ঘ সময় পর হলে ফিরতে পেরেছি। এতে আমি খুবই আনন্দিত। 

এ বিষয়ে অগ্নিবীণা হল প্রভোস্ট নূরে আলম বলেন, হলে পানি, বিদ্যুৎ, ইন্টারনেটসহ সকল সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। বাকি কার্যক্রম চলমান থাকবে। 

এক শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষঅপরদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিদর্শন করেন-বিশ্ববিদ্যালয়ের শেষে উপাচার্য, প্রফেসর ড এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর হলের শিক্ষার্থীদের মাধ্যমে আজ আমার ক্যাম্পাস পরিপূর্ণ হল। এতদিন শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাস ফাঁকা ছিল। শিক্ষার্থীদের পেয়ে আজ আমি দায়িত্বের পরিপূর্ণতা অনুভব করছি। আমি অনুরোধ করব শিক্ষার্থীরা যেন নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে চলে। 

হলগুলো পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয় ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা। 

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৮ মার্চ থেকে জাককানইবি কর্তৃপক্ষ শ্রেণি কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত