Ajker Patrika

১ অক্টোবর থেকে শুরু ঢাবির ভর্তি পরীক্ষা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১ অক্টোবর থেকে শুরু ঢাবির ভর্তি পরীক্ষা 

দেশে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরুর কথা থাকলেও সেটি পিছিয়ে ১ অক্টোবর করা হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২ অক্টোবর কলা অনুষদের, ৯ অক্টোবর চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন), ২১ অক্টোবর বাণিজ্য অনুষদের এবং সবশেষে ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত