Ajker Patrika

কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবি উপাচার্যের নিন্দা

ঢাবি সংবাদদাতা
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আজ বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে উপাচার্য বলেন, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিয়াজ আহমদ খান বলেন, আলোচনার মাধ্যমে বিবাদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত