Ajker Patrika

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুয়েটের ভর্তি  পরীক্ষা শুরু ২০ অক্টোবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দূর হয়েছে। ২০ অক্টোবর থেকেই বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে বলে জানানো হয়েছে। এ বছর প্রথমবারের মতো ২০ ও ২১ অক্টোবর ভর্তির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত পরীক্ষা হবে আগামী ৬ নভেম্বর।

পরীক্ষার বিষয়ে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘ক্যালেন্ডার অনুযায়ী ১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন হওয়ার কথা ছিল। তবে ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী।

আমাদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে এর অনেক আগে। তাই এ মুহূর্তে পরীক্ষা পেছানোর সম্ভাবনা একেবারেই কম।’

ড. সত্য প্রসাদ মজুমদার আরও বলেন, ২০ অক্টোবর পরীক্ষা নিতে না পারলে এ বছর ভর্তি পরীক্ষার শিডিউল পাওয়া যাবে না। এ ছাড়া করোনা সংক্রমণ আবার বেড়ে গেলে বিষয়টি নিয়ে আরও জটিলতা সৃষ্টি হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত