Ajker Patrika

বাউবির এইচএসসি-২০২১ এর ফল প্রকাশ, পাশের হার ৭০%

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৯: ১০
বাউবির এইচএসসি-২০২১ এর ফল প্রকাশ, পাশের হার ৭০%

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন। ফলাফলে পাশের হার ৭০ দশমিক ৭১। 

বিশ্ববিদ্যালয়ের পরিচালক বলেন, বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন। পরীক্ষায় ১ম ও ২য় বর্ষের ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ হাজার ৩৬৮ জন। উত্তীর্ণ হয় ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। 

পরিচালক আরও বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ‘এ প্লাস’ গ্রেড পেয়েছে ২৫২ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৬ হাজার ৬৮৯ জন, ‘এ মাইনাস’ গ্রেড পেয়েছে ১১ হাজার ৯৩৫ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ৭ হাজার ৯৫২ জন, ‘সি’ গ্রেড পেয়েছে ২ হাজার ৯১০ জন এবং ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ২২২ জন। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী রয়েছে। 

বিস্তারিত www.bou.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত