Ajker Patrika

দেশের সকল মাদ্রাসা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের কওমি মাদ্রাসাসহ সব ধরনের মাদ্রাসা বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে সরকার।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মঙ্গলবার সন্ধ্যায় এক আদেশে মাদ্রাসাগুলোর কর্তৃপক্ষকে এই নির্দেশ দেয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। পাশাপাশি আগামী ২২ মে পর্যন্ত দেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ব্যাতিত) সকল আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা পালন করতে হবে।

করোনাভাইরাস মহমারীর মধ্যে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ৩০ মার্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত থাকলেও ভাইরাসের সংক্রমণ বাড়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানই আর ২২ মে পর্যন্ত খোলা হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত