Ajker Patrika

একই শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৯ শিক্ষার্থী পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ৫৩
Thumbnail image

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩৯ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন, যার মধ্যে ২৩ জন মেয়ে ও ১৬ জন ছেলে। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। 

জানা যায়, এ বছর ওই কলেজ থেকে ২৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তাঁদের মধ্যে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৩৯ জন। 

শিক্ষার্থী আদুরি তাসফিন ফারজানার বাড়ি দিনাজপুরের রানিরবন্দরে। বাবা ছোটকালে মারা যান। এ বছর আদুরি কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আজ সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে। সাফল্যে প্রতিটি ধাপে শিক্ষকদের কঠোর পরিশ্রম রয়েছে। পড়াশোনা শেষ করে আমি একজন মানবিক চিকিৎসক হতে চাই।’ 

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নুসরাত জাহান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘করোনাকালে কলেজ অনেক দিন বন্ধ থাকলেও মোবাইল ফোনে শিক্ষকেরা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে আমাদের সিলেবাস পূর্ণ করেছেন। শুধু তা-ই নয়, আমাদের শিক্ষাঙ্গনের পরিবেশটা ব্যতিক্রম।’ 
 
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজে পাঠদান চলে গ্রিন, ক্লিন, এনজয়েবল ক্লাসরুম লার্নিং পদ্ধতিতে। এ কারণেই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও মননশীলতা দিনে দিনে বাড়ছে।’ 

অধ্যক্ষ আরও বলেন, এই কলেজে ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ। মেধাবী শিক্ষার্থীরাই এই কলেজে পড়ার সুযোগ পান। কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আমরা একধরনের সেতুবন্ধন তৈরি করি। ক্লাসরুমেই সম্পূর্ণ পাঠদান সম্পন্ন করা হয়। এর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন মাথায় রাখা হয়। তবে এ নিয়ে শিক্ষার্থীদের ওপর বাড়তি কোনো চাপ রাখা হয় না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত