সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩৯ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন, যার মধ্যে ২৩ জন মেয়ে ও ১৬ জন ছেলে। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ বছর ওই কলেজ থেকে ২৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তাঁদের মধ্যে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৩৯ জন।
শিক্ষার্থী আদুরি তাসফিন ফারজানার বাড়ি দিনাজপুরের রানিরবন্দরে। বাবা ছোটকালে মারা যান। এ বছর আদুরি কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আজ সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে। সাফল্যে প্রতিটি ধাপে শিক্ষকদের কঠোর পরিশ্রম রয়েছে। পড়াশোনা শেষ করে আমি একজন মানবিক চিকিৎসক হতে চাই।’
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নুসরাত জাহান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘করোনাকালে কলেজ অনেক দিন বন্ধ থাকলেও মোবাইল ফোনে শিক্ষকেরা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে আমাদের সিলেবাস পূর্ণ করেছেন। শুধু তা-ই নয়, আমাদের শিক্ষাঙ্গনের পরিবেশটা ব্যতিক্রম।’
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজে পাঠদান চলে গ্রিন, ক্লিন, এনজয়েবল ক্লাসরুম লার্নিং পদ্ধতিতে। এ কারণেই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও মননশীলতা দিনে দিনে বাড়ছে।’
অধ্যক্ষ আরও বলেন, এই কলেজে ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ। মেধাবী শিক্ষার্থীরাই এই কলেজে পড়ার সুযোগ পান। কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আমরা একধরনের সেতুবন্ধন তৈরি করি। ক্লাসরুমেই সম্পূর্ণ পাঠদান সম্পন্ন করা হয়। এর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন মাথায় রাখা হয়। তবে এ নিয়ে শিক্ষার্থীদের ওপর বাড়তি কোনো চাপ রাখা হয় না।
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩৯ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন, যার মধ্যে ২৩ জন মেয়ে ও ১৬ জন ছেলে। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ বছর ওই কলেজ থেকে ২৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তাঁদের মধ্যে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৩৯ জন।
শিক্ষার্থী আদুরি তাসফিন ফারজানার বাড়ি দিনাজপুরের রানিরবন্দরে। বাবা ছোটকালে মারা যান। এ বছর আদুরি কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আজ সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে। সাফল্যে প্রতিটি ধাপে শিক্ষকদের কঠোর পরিশ্রম রয়েছে। পড়াশোনা শেষ করে আমি একজন মানবিক চিকিৎসক হতে চাই।’
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নুসরাত জাহান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘করোনাকালে কলেজ অনেক দিন বন্ধ থাকলেও মোবাইল ফোনে শিক্ষকেরা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে আমাদের সিলেবাস পূর্ণ করেছেন। শুধু তা-ই নয়, আমাদের শিক্ষাঙ্গনের পরিবেশটা ব্যতিক্রম।’
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজে পাঠদান চলে গ্রিন, ক্লিন, এনজয়েবল ক্লাসরুম লার্নিং পদ্ধতিতে। এ কারণেই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও মননশীলতা দিনে দিনে বাড়ছে।’
অধ্যক্ষ আরও বলেন, এই কলেজে ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ। মেধাবী শিক্ষার্থীরাই এই কলেজে পড়ার সুযোগ পান। কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আমরা একধরনের সেতুবন্ধন তৈরি করি। ক্লাসরুমেই সম্পূর্ণ পাঠদান সম্পন্ন করা হয়। এর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন মাথায় রাখা হয়। তবে এ নিয়ে শিক্ষার্থীদের ওপর বাড়তি কোনো চাপ রাখা হয় না।
ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে ইউজিসির বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। সেখানে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে এক বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আন্দোলন সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে...
৭ ঘণ্টা আগেঢাকা কলেজের ২০১০-১১ সেশনের বোটানি বিভাগের শিক্ষার্থী মো. তানজীমুল ইসলাম। একসময় সরকারি চাকরি না পেয়ে হতাশ হন। শুরু করেন বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি। সফলতাও পেয়েছেন তানজীম। আইইএলটিএস পরীক্ষায় পেয়েছেন ৭.৫। বর্তমানে তানজীম যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
১০ ঘণ্টা আগেপ্যারাফ্রেজ: মূল ভাবার্থ ঠিক রেখে কোনো বাক্যকে (বা তার কিছু অংশ) অন্যভাবে বলাকে ইংরেজিতে প্যারাফ্রেজ বলে। রিডিং, রাইটিংয়ের মতো লিসনিংয়ের ক্ষেত্রেও প্যারাফ্রেজ করার দক্ষতা অতীব জরুরি। কারণ লিসনিংয়ের প্রায় প্রতিটি প্রশ্নের জবাব রেকর্ডিংয়ে প্যারাফ্রেজ করে বলে। প্রশ্নপত্র বুঝতে এবং রেকর্ডিং শুনে সঠিক...
১০ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
১ দিন আগে