Ajker Patrika

এমআইএসটি দিয়ে শুরু হচ্ছে উচ্চশিক্ষার ভর্তি লড়াই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৩
এমআইএসটি দিয়ে শুরু হচ্ছে উচ্চশিক্ষার ভর্তি লড়াই

গত রোববার প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ফল। এতে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গড় পাসের হারও অন্য বছরগুলোর তুলনায় অনেক বেশি। ফলাফল প্রকাশের পরপরই শুরু হচ্ছে উচ্চশিক্ষায় ভর্তিযুদ্ধ।

এরই মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। আগামী ১৮ মার্চ এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন করা যাবে। এই আবেদন চলবে ৫ মার্চ পর্যন্ত। আবেদন ফি ‘এ’ ইউনিটে ৮০০ টাকা এবং ‘বি’ ইউনিটের জন্য ১ হাজার টাকা। আগামী ১৫ মার্চ ঢাকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আবেদনের যোগ্যতা: 
২০১৮ ও ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। আর ২০২০ ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে ১৭ পয়েন্ট থাকতে হবে। 

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন: 
‘এ’ ইউনিটে গণিতে ৪০, পদার্থে ৩০, রসায়নে ২০ এবং ইংরেজিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আর ‘বি’ ইউনিটে অঙ্কন এবং আর্কিটেকচার সম্পর্কিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত