Ajker Patrika

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা: মোনাশ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

মুসাররাত আবির
Thumbnail image

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে মালয়েশিয়ায় পড়াশোনা করার আগ্রহ বেশ বেড়েছে। এর কারণ বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো নানা বৃত্তি প্রোগ্রামের আয়োজন করে থাকে। মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে। গ্লোবাল এক্সিলেন্স এবং মোবিলিটি স্কলারশিপের (জিইএমএস) আওতায় নির্বাচিত ১৫ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে। 

সুযোগ-সুবিধা
■    সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ। 
■    জীবনযাত্রার খরচ মেটানোর জন্য শিক্ষার্থীকে মালয়েশিয়ায় থাকাকালে প্রতি মাসে ২ হাজার ৮০০ রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ হাজার টাকা প্রদান করা হবে। 
■    পরবর্তী ১২ মাস অস্ট্রেলিয়ায় থাকাকালে প্রতি মাসে ৮ হাজার ৫০০ রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ টাকা প্রদান করা হবে। 
■    মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়ায় যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা প্রদান করা হবে। 

আবেদনের যোগ্যতা 
■    স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 
■    একাডেমিক ফল ভালো হতে হবে। 
■    ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস একাডেমিক ব্যান্ড স্কোর ৬.৫ থাকতে হবে।
■    উল্লিখিত বিষয়গুলো থেকে সর্বোচ্চ দুটি বিষয়ের ওপর গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। 
■    বৃত্তিপ্রাপ্তদের প্রতি সপ্তাহে সর্বোচ্চ ১০ ঘণ্টা মোনাশ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেকশন বা গবেষণার কাজে বিশ্ববিদ্যালয়কে সহায়তা করতে হবে।

গবেষণার বিষয়
■    স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস।
■    স্কুল অব বিজনেস।
■    স্কুল অব ইঞ্জিনিয়ারিং।
■    স্কুল অব ইনফরমেশন টেকনোলজি।
■    স্কুল অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সেস।
■    স্কুল অব ফার্মাসি।
■    স্কুল অব সায়েন্স।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রতিটি বিভাগ থেকে কোন কোন বিষয়ে গবেষণা প্রস্তাব জমা দিতে হবে তা উল্লেখ আছে। 

প্রয়োজনীয় কাগজপত্র 
■    জীবনবৃত্তান্ত, পাসপোর্ট ও ছবি। 
■    একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশিট ও ভাষা দক্ষতার সনদপত্র। 
■    দুটি রেফারেন্স লেটার। 
■    স্টেটমেন্ট অব পারপাস। 
■    গবেষণা প্রস্তাব। 
■    ৩০০ শব্দের মধ্যে আপনি কেন এই প্রোগ্রামের জন্য উপযুক্ত বলে মনে করেন, তার ব্যক্তিগত বিবৃতি লিখতে হবে। 

আবেদন প্রক্রিয়া
অনলাইন আবেদনের মাধ্যমে প্রথম ধাপ পূরণ করতে হবে। প্রাথমিক বাছাই করা আবেদনকারীদের প্যানেল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যাঁরা বৃত্তির জন্য নির্বাচিত হবেন, তাঁদের ইনভাইটেশন লেটার পাঠানো হবে। বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৩। 

অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত