Ajker Patrika

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এসএসসির ফল পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। ছবি: আজকের পত্রিকা
এসএসসির ফল পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ; যা গত বছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন; যা গত বছর ছিল ১০ হাজার ৮২৩। পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের এই হার ২ শতাংশ কম। ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ০২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। গত বছর অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত