Ajker Patrika

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৮.৫৭ শতাংশ

সিলেট প্রতিনিধি
শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস। ছবি: আজকের পত্রিকা
শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস। ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ ও মেয়েদের ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৯১ জন ছেলে ও ১ হাজার ৮২৩ জন মেয়ে।

গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী। সে হিসাবে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ৪৪২ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।

মানবিক বিভাগে ৭১ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৫ হাজার ৯২৪ জন পাস করেছে। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন পরীক্ষার্থী।

ব্যবসায় বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৭২৫ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন পরীক্ষার্থী।

এদিকে সিলেট শিক্ষা বোর্ডের সিলেট জেলায় ৪০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৯৬৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৫০ জন। পাসের হার ৭৩ দশমিক ৫০ শতাংশ।

সুনামগঞ্জ জেলায় ২১ হাজার ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৫৩৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন। পাসের হার ৬৮ দশমিক ৪৬ শতাংশ।

মৌলভীবাজার জেলায় ২২ হাজার ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭৮৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬৬৫ জন। পাসের হার ৬২ দশমিক ৩৯ শতাংশ।

হবিগঞ্জ জেলায় ১৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৭৯৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫৮২ জন। পাসের হার ৬৫ দশমিক ২৪ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত