Ajker Patrika

রোজায় প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৬: ৫৩
রোজায় প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোজার মাসের ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সারা দেশের দুই পালা ও এক পালার সব বিদ্যালয়ে ক্লাস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে ১৫ রমজান পর্যন্ত ৯ কার্যদিবস স্কুল খোলা থাকবে। 

আজ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। 

বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৬টি। এসব বিদ্যালয়ে শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৬ হাজার ৪৩০ এবং নারী শিক্ষক ২ লাখ ২৯ হাজার ৯৩৬ জন। আর শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৪১ লাখ ৪৪৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত