Ajker Patrika

পরিবারের ৩ সদস্যকে গলা কেটে হত্যা: গৃহকর্তা ৫ দিনের রিমান্ডে

প্রতিনিধি
পরিবারের ৩ সদস্যকে গলা কেটে হত্যা: গৃহকর্তা ৫ দিনের রিমান্ডে

সিলেট: গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যার সন্দেহে গৃহকর্তা হিফজুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক অঞ্জন কান্তি দাস পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিফজুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত ১৬ জুন বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামের হিফজুর রহমানের ঘর থেকে তার স্ত্রী আলিমা বেগম, ১০ বছরের ছেলে মিজান আহমদ ও তিন বছরের মেয়ে তানিশা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় গৃহকর্তা হিফজুরকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রাতে মামার বাড়িতে থাকায় হিফজুরের আরেক সন্তান আফসান আহমদ (৫) প্রাণে বেঁচে যান।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ গৃহকর্তা হিফজুর রহমানকে সন্দেহ করে আসছে।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, হিফজুরের মোবাইল কল লিস্ট ও অন্যান্য আলামত পরীক্ষা করে ওই দিন এ বাড়িতে কোন বহিরাগত প্রবেশের আলামত পাওয়া যায়নি। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, স্ত্রী ও দুই সন্তানের অসুস্থতা নিয়ে সংসারের টানাপোড়েনের জেরে পান বিক্রেতা হিফজুর এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা তাঁদের।

এ ঘটনায় বুধবার রাতে নিহত আলিমা বেগমের বাবা আইয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে মেগাস্টার শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত