নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রেলওয়ের গোডাউনে হামলা চালিয়েছে ডাকাত দল। এ সময় ওই গোডাউনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শনিবার দিবাগত রাতে ২৫ জনের ডাকাত দল রেলওয়ের বাঙ্কারে লুটপাট চালায়। আহতরা হলেন মো. নাজমুল হাসান ও মোহাম্মদ মোজাফফর। তাঁদের মধ্যে নাজমুল হাসানের অবস্থা গুরুতর। তাঁরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
রেলওয়ে সূত্র জানায়, ভোলাগঞ্জে পাহাড়ের ঢালে রেলওয়ের বাঙ্কারটি অবস্থিত। চারদিকে নদীর মধ্যখানে বাঙ্কারটির অবস্থান। এখানে রেলের গুরুত্বপূর্ণ মালামাল রাখা হয়। শনিবার দিবাগত রাত ১টার দিকে ২৫ জনের ডাকাত দল লুটপাট চালাতে হামলা করে। ওই সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাত্র দুজন সদস্য। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদলের সদস্যরা মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় নাজমুল হাসানকে কুপিয়ে জখম করে। সারা রাত তিনি খোলা জায়গায় ছটফট করে রাত কাটিয়েছেন।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকালে আহত আরএনবির দুই সদস্যকে নৌকায় করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরএনবির নায়েক (ফাইল ইনচার্জ) মো. মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ২৫ জনের ডাকাত দল লুট করতে এলে নিরাপত্তায় দায়িত্বে থাকা ওই দুজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কুপিয়ে জখম করে মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নাম প্রকাশ না করার শর্তে এক আরএনবির সদস্য জানান, ওইখানে যাঁরা ডিউটি করেন, তাঁদের কোনো নিরাপত্তা নেই। নেই বিদ্যুৎ, পানি, টয়লেট। থাকার সুব্যবস্থা নেই। হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একটা নিজস্ব নৌকা নেই। যেখানে ১০ জন দরকার, সেখানে মাত্র দুজন সদস্য কাজ করছেন।
আরএনবির এই সদস্য জানান, আরএনবির সদস্যদের বাধ্য হয়ে ডিউটিতে আসতে হয়। অনথায় বদলি করে দেওয়া হয়। অফিসাররা ডিউটি করেন না। ডিউটি শুধু সিপাহিদের।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রেলওয়ের গোডাউনে হামলা চালিয়েছে ডাকাত দল। এ সময় ওই গোডাউনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শনিবার দিবাগত রাতে ২৫ জনের ডাকাত দল রেলওয়ের বাঙ্কারে লুটপাট চালায়। আহতরা হলেন মো. নাজমুল হাসান ও মোহাম্মদ মোজাফফর। তাঁদের মধ্যে নাজমুল হাসানের অবস্থা গুরুতর। তাঁরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
রেলওয়ে সূত্র জানায়, ভোলাগঞ্জে পাহাড়ের ঢালে রেলওয়ের বাঙ্কারটি অবস্থিত। চারদিকে নদীর মধ্যখানে বাঙ্কারটির অবস্থান। এখানে রেলের গুরুত্বপূর্ণ মালামাল রাখা হয়। শনিবার দিবাগত রাত ১টার দিকে ২৫ জনের ডাকাত দল লুটপাট চালাতে হামলা করে। ওই সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাত্র দুজন সদস্য। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদলের সদস্যরা মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় নাজমুল হাসানকে কুপিয়ে জখম করে। সারা রাত তিনি খোলা জায়গায় ছটফট করে রাত কাটিয়েছেন।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকালে আহত আরএনবির দুই সদস্যকে নৌকায় করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরএনবির নায়েক (ফাইল ইনচার্জ) মো. মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ২৫ জনের ডাকাত দল লুট করতে এলে নিরাপত্তায় দায়িত্বে থাকা ওই দুজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কুপিয়ে জখম করে মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নাম প্রকাশ না করার শর্তে এক আরএনবির সদস্য জানান, ওইখানে যাঁরা ডিউটি করেন, তাঁদের কোনো নিরাপত্তা নেই। নেই বিদ্যুৎ, পানি, টয়লেট। থাকার সুব্যবস্থা নেই। হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একটা নিজস্ব নৌকা নেই। যেখানে ১০ জন দরকার, সেখানে মাত্র দুজন সদস্য কাজ করছেন।
আরএনবির এই সদস্য জানান, আরএনবির সদস্যদের বাধ্য হয়ে ডিউটিতে আসতে হয়। অনথায় বদলি করে দেওয়া হয়। অফিসাররা ডিউটি করেন না। ডিউটি শুধু সিপাহিদের।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫