Ajker Patrika

রেলওয়ের গোডাউনে লুটপাট, দুই আরএনবি সদস্যকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২: ০৭
রেলওয়ের গোডাউনে লুটপাট, দুই আরএনবি সদস্যকে কুপিয়ে জখম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রেলওয়ের গোডাউনে হামলা চালিয়েছে ডাকাত দল। এ সময় ওই গোডাউনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

গতকাল শনিবার দিবাগত রাতে ২৫ জনের ডাকাত দল রেলওয়ের বাঙ্কারে লুটপাট চালায়। আহতরা হলেন মো. নাজমুল হাসান ও মোহাম্মদ মোজাফফর। তাঁদের মধ্যে নাজমুল হাসানের অবস্থা গুরুতর। তাঁরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 

রেলওয়ে সূত্র জানায়, ভোলাগঞ্জে পাহাড়ের ঢালে রেলওয়ের বাঙ্কারটি অবস্থিত। চারদিকে নদীর মধ্যখানে বাঙ্কারটির অবস্থান। এখানে রেলের গুরুত্বপূর্ণ মালামাল রাখা হয়। শনিবার দিবাগত রাত ১টার দিকে ২৫ জনের ডাকাত দল লুটপাট চালাতে হামলা করে। ওই সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাত্র দুজন সদস্য। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদলের সদস্যরা মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় নাজমুল হাসানকে কুপিয়ে জখম করে। সারা রাত তিনি খোলা জায়গায় ছটফট করে রাত কাটিয়েছেন। 

খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকালে আহত আরএনবির দুই সদস্যকে নৌকায় করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরএনবির নায়েক (ফাইল ইনচার্জ) মো. মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ২৫ জনের ডাকাত দল লুট করতে এলে নিরাপত্তায় দায়িত্বে থাকা ওই দুজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কুপিয়ে জখম করে মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। 

নাম প্রকাশ না করার শর্তে এক আরএনবির সদস্য জানান, ওইখানে যাঁরা ডিউটি করেন, তাঁদের কোনো নিরাপত্তা নেই। নেই বিদ্যুৎ, পানি, টয়লেট। থাকার সুব্যবস্থা নেই। হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একটা নিজস্ব নৌকা নেই। যেখানে ১০ জন দরকার, সেখানে মাত্র দুজন সদস্য কাজ করছেন। 

আরএনবির এই সদস্য জানান, আরএনবির সদস্যদের বাধ্য হয়ে ডিউটিতে আসতে হয়। অনথায় বদলি করে দেওয়া হয়। অফিসাররা ডিউটি করেন না। ডিউটি শুধু সিপাহিদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত