Ajker Patrika

৬০ গ্রাম হেরোইনের জন্য মাদক কারবারির আমৃত্যু কারাদণ্ড

পলাশবাড়ী প্রতিনিধি
৬০ গ্রাম হেরোইনের জন্য মাদক কারবারির আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে মাদক মামলায় সাজু মিয়া (৪৭) নামে এক মাদক কারবারিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ৫৫  হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

কারাদণ্ডপ্রাপ্ত সাজু মিয়া গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জের বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালে ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জে পুলিশ গুমানীগঞ্জ ইউপি কুন্দখালাসপুর কালিতলায় মোহনের কলাবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি সাজু মিয়াকে ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিনই গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।  পরবর্তীতে ২০১৯ সালে ১৭ জুন মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়।

আসামি জবানবন্দিতে সিরাজুল ইসলাম নামে আরও একজনের নাম জানিয়েছে। কিন্তু সিরাজুল ইসলামের সম্পৃক্ততার বিষয়ে কোনো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত তাঁকে খালাস দেয়। 

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় প্রদান করেছেন। এ সময় আসামিকে হেরোইন মামলায় আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ইয়াবা মামলায় ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। 

পিপি আরও বলেন, এটি একটি দৃষ্টান্তমূলক রায়। এ রায়ের তথ্য সব জায়গায় পৌঁছালে আর কেউ মাদকের সঙ্গে জড়িত থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত