নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় ছয় বছরের শিশু ইব্রাহিম বেলুন কিনতে যায় মুদি ব্যবসায়ী বুলবুল সোনার (৩১) দোকানে। এ সময় সে দুষ্টুমি করে পাঁচ থেকে ছয়টি বেলুন ফাটিয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে বুলবুল ইব্রাহিমকে গলা টিপে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখে। পরে শিশুটির পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এ তথ্য জানান বুলবুল।
বুলবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে শ্রীধরগুড়নই গ্রামের আত্রাই নদীতে কাদায় পুঁতে রাখা ইব্রাহিমের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিন বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
পুলিশ সুপার জানান, ইব্রাহিম উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হযরত আলীর ছেলে। গত ১০ নভেম্বর সে বাড়ি থেকে বেলুন কেনার জন্য বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গত শনিবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে শিশুটির বাবার মোবাইলে কল আসে। এ সময় কল দেওয়া ব্যক্তি তাঁর শিশুকে ফেরত দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার মুক্তিপণ দাবি করা নম্বরটি শনাক্ত করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার পুলিশ বুলবুলকে আটক করে। ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে আত্রাই থানায় মামলা করলে পুলিশ বুলবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পায়। রিমান্ডের আবেদন করলে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে বুলবুল জানান, বেলুন ফাটানোর জন্য রাগ করে ইব্রাহিমকে শাসন করার জন্য তার গলা টিপে ধরেন। এতে তার মৃত্যু হয়। ওই সময় সেখানে কেউ না থাকার সুযোগে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে দোকানের পাশে ছাইয়ের স্তূপের মধ্যে পুঁতে রাখে। পরে ১৮ নভেম্বর বালতিতে করে শিশুটির গলিত মরদেহ আত্রাই নদীতে কাদার মধ্যে পুঁতে একটি বড় কংক্রিটের স্লাপ দিয়ে চাপা দিয়ে রাখেন।
বুলবুল বলেন, ‘বিভিন্ন জায়গার আমার অনেক ঋণ রয়েছে। ঋণের টাকা শোধ করার জন্য পাওনাদাররা চাপ দিচ্ছিল। ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য ইব্রাহিমের বাবার কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা নেওয়ার পরিকল্পনা করি।’
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তার বুলবুলের চার দিনের রিমান্ড বৃহস্পতিবার শেষ হবে। আগামীকাল শুক্রবার তাঁকে আবারও আদালতে নেওয়া হবে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁর আত্রাই উপজেলায় ছয় বছরের শিশু ইব্রাহিম বেলুন কিনতে যায় মুদি ব্যবসায়ী বুলবুল সোনার (৩১) দোকানে। এ সময় সে দুষ্টুমি করে পাঁচ থেকে ছয়টি বেলুন ফাটিয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে বুলবুল ইব্রাহিমকে গলা টিপে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখে। পরে শিশুটির পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এ তথ্য জানান বুলবুল।
বুলবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে শ্রীধরগুড়নই গ্রামের আত্রাই নদীতে কাদায় পুঁতে রাখা ইব্রাহিমের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিন বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
পুলিশ সুপার জানান, ইব্রাহিম উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হযরত আলীর ছেলে। গত ১০ নভেম্বর সে বাড়ি থেকে বেলুন কেনার জন্য বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গত শনিবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে শিশুটির বাবার মোবাইলে কল আসে। এ সময় কল দেওয়া ব্যক্তি তাঁর শিশুকে ফেরত দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার মুক্তিপণ দাবি করা নম্বরটি শনাক্ত করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার পুলিশ বুলবুলকে আটক করে। ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে আত্রাই থানায় মামলা করলে পুলিশ বুলবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পায়। রিমান্ডের আবেদন করলে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে বুলবুল জানান, বেলুন ফাটানোর জন্য রাগ করে ইব্রাহিমকে শাসন করার জন্য তার গলা টিপে ধরেন। এতে তার মৃত্যু হয়। ওই সময় সেখানে কেউ না থাকার সুযোগে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে দোকানের পাশে ছাইয়ের স্তূপের মধ্যে পুঁতে রাখে। পরে ১৮ নভেম্বর বালতিতে করে শিশুটির গলিত মরদেহ আত্রাই নদীতে কাদার মধ্যে পুঁতে একটি বড় কংক্রিটের স্লাপ দিয়ে চাপা দিয়ে রাখেন।
বুলবুল বলেন, ‘বিভিন্ন জায়গার আমার অনেক ঋণ রয়েছে। ঋণের টাকা শোধ করার জন্য পাওনাদাররা চাপ দিচ্ছিল। ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য ইব্রাহিমের বাবার কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা নেওয়ার পরিকল্পনা করি।’
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তার বুলবুলের চার দিনের রিমান্ড বৃহস্পতিবার শেষ হবে। আগামীকাল শুক্রবার তাঁকে আবারও আদালতে নেওয়া হবে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৯ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫