Ajker Patrika

শিবগঞ্জ সীমান্তে ৫ কোটি টাকার হেরোইন জব্দ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৩, ১৫: ১৮
শিবগঞ্জ সীমান্তে ৫ কোটি টাকার হেরোইন জব্দ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তহাখানা এলাকা থেকে হেরোইন জব্দ করা হয়।

 ৫৯-বিজিবি (রহনপুর) ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তবর্তী সোনামসজিদ তহাখানা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দুই মোটরসাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। টহল দল ফেলে যাওয়া বস্তা উদ্ধারের পর তল্লাশি করে পাঁচ কেজি হেরোইন জব্দ করে। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গোলাম কিবরিয়া আরও বলেন, জব্দ করা এই হেরোইনের বাজারমূল্য ৫ কোটি টাকা। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এযাবৎকালের সর্বোচ্চ হেরোইন জব্দের ঘটনা এটি বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত