Ajker Patrika

নওগাঁয় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১: ১৭
নওগাঁয় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা থেকে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাতে উপজেলার খিরসিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম। 

গ্রেপ্তার যুবকের নাম আলমগীর হোসেন (২৫)। তিনি জেলার ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আজিজ গাছার ছেলে। 

র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, ১৬ জুলাই রাতে ১৩ বছর বয়সী ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত আলমগীর তাঁর বন্ধু সোহাগের সহযোগিতায় অপহরণ করেন। এরপর তিনি ওই কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরদিন ওই ভুক্তভোগী কিশোরীর বাবা ধামইরহাট থানায় আলমগীর ও তাঁর বন্ধু সোহাগের নামে অপহরণ ও ধর্ষণের মামলা করেন। মামলার পর র‍্যাব তাঁদের আটকে অভিযান শুরু করে। 

তিনি আরও জানান, এরপর গত রাতে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত