প্রতিনিধি
বগুড়া: সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে করার অভিযোগে আব্দুল আলীম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ওই কলেজছাত্রীর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আলীম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, আব্দুল আলীমের এটি পঞ্চম বিয়ে। পেশায় বাদাম বিক্রেতা।
প্রতারণার শিকার কলেজ ছাত্রীর বরাত দিয়ে সদর থানা পুলিশের এসআই বেদার উদ্দিন জানান, মিসড কলের মাধ্যমে আলীমের সঙ্গে ওই কলেজছাত্রীর যোগাযোগ হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ থেকে ১৫ মাস ধরে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে মেয়েটির সঙ্গে প্রেম চালিয়ে যান আলীম। চলতি মাসের ১৮ তারিখে আলীম মেয়েটির বাড়িতে এসে তাকে ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা দেনমোহরে বিয়ে করেন। এরপর শ্বশুর বাড়িতেই থাকছিলেন তিনি।
এসআই বেদার উদ্দিন বলেন, প্রতারক আলীম মেয়েটির পরিবারকে জানান, তিনি রংপুর জেলার সৈয়দপুর নামের একটি পুলিশ ফাঁড়িতে দায়িত্বে আছেন। একপর্যায়ে সন্দেহ হলে আলীমকে জেরা করা শুরু করেন মেয়েটির স্বজনরা। একপর্যায়ে আলীম স্বীকার করেন, তিনি পেশায় বাদাম বিক্রেতা। পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। পরে খবর পেয়ে আলীমকে আটক করা হয়। আলীম ভয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাঁকে উদ্ধারের জন্য পুলিশের সহায়তাও চেয়েছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ প্রতারক আলীমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বগুড়া: সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে করার অভিযোগে আব্দুল আলীম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ওই কলেজছাত্রীর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আলীম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, আব্দুল আলীমের এটি পঞ্চম বিয়ে। পেশায় বাদাম বিক্রেতা।
প্রতারণার শিকার কলেজ ছাত্রীর বরাত দিয়ে সদর থানা পুলিশের এসআই বেদার উদ্দিন জানান, মিসড কলের মাধ্যমে আলীমের সঙ্গে ওই কলেজছাত্রীর যোগাযোগ হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ থেকে ১৫ মাস ধরে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে মেয়েটির সঙ্গে প্রেম চালিয়ে যান আলীম। চলতি মাসের ১৮ তারিখে আলীম মেয়েটির বাড়িতে এসে তাকে ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা দেনমোহরে বিয়ে করেন। এরপর শ্বশুর বাড়িতেই থাকছিলেন তিনি।
এসআই বেদার উদ্দিন বলেন, প্রতারক আলীম মেয়েটির পরিবারকে জানান, তিনি রংপুর জেলার সৈয়দপুর নামের একটি পুলিশ ফাঁড়িতে দায়িত্বে আছেন। একপর্যায়ে সন্দেহ হলে আলীমকে জেরা করা শুরু করেন মেয়েটির স্বজনরা। একপর্যায়ে আলীম স্বীকার করেন, তিনি পেশায় বাদাম বিক্রেতা। পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। পরে খবর পেয়ে আলীমকে আটক করা হয়। আলীম ভয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাঁকে উদ্ধারের জন্য পুলিশের সহায়তাও চেয়েছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ প্রতারক আলীমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫