Ajker Patrika

এনজিওকর্মীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৯: ২৮
এনজিওকর্মীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ এবং তাঁর টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টায় রাজশাহী শহরের ভদ্রা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবুল (৩৫)। রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকগামারী গ্রামে তাঁর বাড়ি। 
 
র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে একটি এনজিওর এক নারী কর্মী রাজশাহীর চারঘাট থানা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই নারী সদস্যদের বাড়ি থেকে কিস্তির ৪৬ হাজার ৮৫০ টাকা নিয়ে ফিরছিলেন। তখন বাবুলসহ আরও দুজন তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে ওই নারীকে তিনজন ধর্ষণ করেন। এরপর ওই নারীর কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে তাঁকে অচেতন অবস্থায় ফেলে ওই তিনজন পালিয়ে যান। এ নিয়ে পরবর্তী সময়ে ওই নারী চারঘাট থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন বাবুল। 

র‍্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন আরও জানান, গ্রেপ্তারের পর বাবুল র‍্যাবের কাছে তাঁর অপরাধ স্বীকার করেছেন। রাতেই তাঁকে চারঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত