Ajker Patrika

উড়ো মেইলে নারীর ছবি পাঠানো যুবকের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
উড়ো মেইলে নারীর ছবি পাঠানো যুবকের ৩ বছরের কারাদণ্ড

বগুড়ার সাংবাদিকদের কাছে অপরিচিত একটি ই-মেইল থেকে এক নারীর ছবি পাঠানো হয়েছিল। ওই মেইলে নারী চরিত্র সম্পর্কে মিথ্যা কথাও লেখা ছিল। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী নারী মামলা করেছিলেন। সেই মামলায় আদালত অভিযুক্ত ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মির্জা শামীম হাসান (৩১)। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামে তাঁর বাড়ি। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসমত আরা বলেন, ২০২১ সালের ২১ জুন মির্জা শামীম হাসান বেনামে একটি ই-মেইল আইডি খোলেন। পরে ভুক্তভোগী নারীর ছবি দিয়ে এবং তাঁর চরিত্র সম্পর্কে মিথ্যা কথা লিখে স্থানীয় সাংবাদিকদের কাছে ই-মেইল করেন। এটি জানতে পেরে চার দিন পর ওই নারী অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে আসামিকে শনাক্ত করে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইসমত আরা আরও বলেন, আসামির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন। পৃথক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতি ১ লাখ টাকা জরিমানা পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত