Ajker Patrika

রাজশাহীতে মুকুল হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে মুকুল হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার

রাজশাহী নগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো. মুকুল আলীকে (৪৫) হত্যা মামলার প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন-হরিষার ডাইং এলাকার মো. বকুল আলী (৪৫), তাঁর স্ত্রী আমেনা (৪০) ও তাঁদের ছেলে মো. নাহিদ হোসেন (২০)।

এ বিষয়ে ওসি বলেন, গতকাল রোববার র‍্যাব-৭ এর সহায়তায় শাহমখদুম থানা-পুলিশের একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট ও উত্তর সলিমপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেন। রাতেই তাঁদের রাজশাহীতে আনা হয়েছে। পরে আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১ আগস্ট দিবাগত রাতে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন আসামিরা। অন্তঃসত্ত্বা মেয়ের ঘুমের ব্যাঘাত হওয়ায় গান বাজাতে নিষেধ করেন মুকুল আলী। এ সময় আসামিরা তাঁকে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে বাবলা নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে

এলাকার খবর
Loading...