Ajker Patrika

কান ছিঁড়ে দুল নিয়ে পালাল চোর

প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
কান ছিঁড়ে দুল নিয়ে পালাল চোর

নান্দাইলে কান ছিঁড়ে দুল নিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চণ্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল ও বাহের বানাইল গ্রামে ঘটনাগুলো ঘটে। 
 
জানা যায়, বাহের বানাইল গ্রামের চান মিয়ার ঘরে সিঁধ কেটে ঘরে চোর প্রবেশ করে। ঘরে শুয়ে থাকা বিবাহিত মেয়ে ইয়াসমিনের বাম কানের দুল খুলে ফেলে। ডান কানের দুল খুলতে না পারে পেরে টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। এতে ইয়াসমিন আক্তারের কান থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে। 
 
ইয়াসমিন আক্তার বলেন, রাতের আঁধারে চোরে আমার কানে দোল নিয়ে গেছে। আমার এক কানের লতি ছিঁড়ে যাওয়াতে প্রচুর পরিমাণ রক্ত বের হয়েছে। এতে ব্যথায় আমি অস্থির। 
 
এদিকে একই রাতে নিজ বানাইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেখা আক্তারের ঘরে প্রবেশ করে কানের দুল নিয়ে যায়। রেখা আক্তার বলেন, রাতে ঘরে দরজা খুলে প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়নি। এ সুযোগে চোর ঘরে ঢুকে পড়ে। রাতে যখন কানের দোল খুলে নিয়ে যায় তখন টের পেলে চোর পালিয়ে যায়। 
 
অপর দিকে বাহের বানাইল গ্রামে শিপন মিয়ার স্ত্রী সুরমা বেগম ঘরের কাজ করার সময় জানালা দিয়ে কানে টান দিয়ে কানের দুল নিয়ে যায়। সুরমা বেগম বলেন, আমার কানে স্বর্ণের দোল ছিল না। তবুও টেনে নিয়ে গেছে। একরাতে তিন ঘটনায় চণ্ডীপাশা ইউনিয়নের বানাইল গ্রামে আতঙ্ক বিরাজ করছে। 
 
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, এমন ঘটনা সম্পর্কে শুনেছি। তবে কোনো  অভিযোগ পাইনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত