ঈদের সংগীতানুষ্ঠান
চার পর্বের ব্যান্ড শো: ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রকস বে রক। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস ব্যান্ডের পরিবেশনা।