আজকের পত্রিকা ডেস্ক
সম্প্রতি, ব্রিটেনে এক রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় জনপ্রিয় পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের দিকে ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করায় এবার ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক। তাঁর অভিযোগ, ঘটনাটির ভিডিও থাকা সত্ত্বেও শুরুতে তাঁকে জানানো হয়েছিল কোনো ফুটেজ নেই, অথচ সম্প্রতি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে গত ১৯ জুন। সেদিন ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন শহরের পাকিস্তানি রেস্তোরাঁ ‘পরাঠা স্টপ’-এ গান পরিবেশন শেষে বের হচ্ছিলেন চাহাত ফতেহ আলী খান। রেস্তোরাঁর নিরাপত্তাকর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি বাইরে দাঁড়ান। ঠিক তখনই মুখোশ পরা দুই ব্যক্তি এগিয়ে এসে তাঁর দিকে ডিম ছোড়ে। পরে, তাঁর মাথায়ও আঘাত করে তার। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
চাহাত ফতেহ আলী খান জানান, ঘটনার পর তিনি পুলিশে অভিযোগ জানানোর কথা ভাবেন। সে সময় ঘটনার প্রমাণস্বরূপ ওই রেস্তোরাঁর কাছে ভিডিও চান তিনি। কিন্তু তখন তারা জানিয়েছিল, সিসিটিভিতে কিছু ধরা পড়েনি, কোনো কর্মীও ভিডিও করেননি।
অথচ গতকাল বৃহস্পতিবার ওই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই ভিডিও প্রকাশ করে রেস্তোরাঁটি। যদিও তারা হামলাকারীদের ব্যাপারে তথ্যই চাচ্ছিল, তবু শুরুতে ভিডিও না থাকার কথা বলে এখন আবার ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন চাহাত ফতেহ আলী খান। রেস্তোরাঁর বিরুদ্ধে তিনি মামলা করবেন বলেও হুঁশিয়ারি দেন। হুমকি দেন ব্যবসা বন্ধ করে দেওয়ারও। তবে গায়কের অভিযোগ নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
নিজের ইনস্টাগ্রাম রিলে গায়ক আরও অভিযোগ করেন, রেস্তোরাঁর মালিক এরুম ও ফায়েজ তাঁকে গান পরিবেশনের আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠান শেষে কর্মীরা ছবি তোলেন, তারপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাইরে ছবি তুলতে বলা হয়। সেখানেই হামলার শিকার হন তিনি।
ঘটনার পর থেকে একাধিক অজ্ঞাত নম্বর থেকে হুমকিমূলক ফোন পাচ্ছেন বলেও দাবি করেছেন চাহাত ফতেহ আলী খান। তিনি জানান, সব নম্বর লিখে রেখেছেন এবং কর্তৃপক্ষকে প্রমাণ হিসেবে জমা দেওয়ার পরিকল্পনা করেছেন।
এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা আহমেদ আলী বাট ও গায়ক আসিম আজহার। আহমেদ আলী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তাঁকে পছন্দ করুন বা না করুন, তিনি কখনো কাউকে অসম্মান করেননি। দুঃখের বিষয়, আমরা এমন এক মৃত সমাজে বাস করি, যেখানে ভিউ আর লাইকের জন্য যেকোনো কিছু করা হয়।’ অন্যদিকে আসিম আজহার বলেছেন, ‘এভাবে অশিক্ষিত মানুষদের রাস্তায় ঘুরতে দেখে লজ্জা লাগে। চাহাত ভাই, আপনি সবার মাঝে হাসি ছড়িয়ে যান—আপনার মতো মানুষের খুব অভাব।’
সম্প্রতি, ব্রিটেনে এক রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় জনপ্রিয় পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের দিকে ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করায় এবার ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক। তাঁর অভিযোগ, ঘটনাটির ভিডিও থাকা সত্ত্বেও শুরুতে তাঁকে জানানো হয়েছিল কোনো ফুটেজ নেই, অথচ সম্প্রতি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে গত ১৯ জুন। সেদিন ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন শহরের পাকিস্তানি রেস্তোরাঁ ‘পরাঠা স্টপ’-এ গান পরিবেশন শেষে বের হচ্ছিলেন চাহাত ফতেহ আলী খান। রেস্তোরাঁর নিরাপত্তাকর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি বাইরে দাঁড়ান। ঠিক তখনই মুখোশ পরা দুই ব্যক্তি এগিয়ে এসে তাঁর দিকে ডিম ছোড়ে। পরে, তাঁর মাথায়ও আঘাত করে তার। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
চাহাত ফতেহ আলী খান জানান, ঘটনার পর তিনি পুলিশে অভিযোগ জানানোর কথা ভাবেন। সে সময় ঘটনার প্রমাণস্বরূপ ওই রেস্তোরাঁর কাছে ভিডিও চান তিনি। কিন্তু তখন তারা জানিয়েছিল, সিসিটিভিতে কিছু ধরা পড়েনি, কোনো কর্মীও ভিডিও করেননি।
অথচ গতকাল বৃহস্পতিবার ওই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই ভিডিও প্রকাশ করে রেস্তোরাঁটি। যদিও তারা হামলাকারীদের ব্যাপারে তথ্যই চাচ্ছিল, তবু শুরুতে ভিডিও না থাকার কথা বলে এখন আবার ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন চাহাত ফতেহ আলী খান। রেস্তোরাঁর বিরুদ্ধে তিনি মামলা করবেন বলেও হুঁশিয়ারি দেন। হুমকি দেন ব্যবসা বন্ধ করে দেওয়ারও। তবে গায়কের অভিযোগ নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
নিজের ইনস্টাগ্রাম রিলে গায়ক আরও অভিযোগ করেন, রেস্তোরাঁর মালিক এরুম ও ফায়েজ তাঁকে গান পরিবেশনের আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠান শেষে কর্মীরা ছবি তোলেন, তারপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাইরে ছবি তুলতে বলা হয়। সেখানেই হামলার শিকার হন তিনি।
ঘটনার পর থেকে একাধিক অজ্ঞাত নম্বর থেকে হুমকিমূলক ফোন পাচ্ছেন বলেও দাবি করেছেন চাহাত ফতেহ আলী খান। তিনি জানান, সব নম্বর লিখে রেখেছেন এবং কর্তৃপক্ষকে প্রমাণ হিসেবে জমা দেওয়ার পরিকল্পনা করেছেন।
এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা আহমেদ আলী বাট ও গায়ক আসিম আজহার। আহমেদ আলী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তাঁকে পছন্দ করুন বা না করুন, তিনি কখনো কাউকে অসম্মান করেননি। দুঃখের বিষয়, আমরা এমন এক মৃত সমাজে বাস করি, যেখানে ভিউ আর লাইকের জন্য যেকোনো কিছু করা হয়।’ অন্যদিকে আসিম আজহার বলেছেন, ‘এভাবে অশিক্ষিত মানুষদের রাস্তায় ঘুরতে দেখে লজ্জা লাগে। চাহাত ভাই, আপনি সবার মাঝে হাসি ছড়িয়ে যান—আপনার মতো মানুষের খুব অভাব।’
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
২১ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
২১ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
২১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে