নতুন অ্যালবামের ঘোষণা দিল বিটিএস
বিটিএস ফিরছে। এত দিন ভক্তরা যে খবরের অপেক্ষায় ছিলেন, এসেছে সেই মুহূর্ত। প্রায় তিন বছর পর বিটিএস সদস্যরা একত্র হয়ে ঘোষণা দিলেন, নতুন অ্যালবামের কাজ শুরু করছেন তাঁরা। ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পাবে বিটিএসের সেই কাঙ্ক্ষিত অ্যালবাম। একই সময়ে সংগীতসফর শুরু করবে এই জনপ্রিয় কে-পপ ব্যান্ড।