বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। তাই গাওয়া হয়নি নতুন গান। এখন তিনি সুস্থ। আবারও কণ্ঠে তুললেন নতুন গান। সম্প্রতি তিনি গাইলেন ‘অতীত গল্পগুলি’ শিরোনামের একটি গান। গানটি শিগগিরই প্রকাশ করা হবে এফএ মিউজিকের ব্যানারে।
অতীত গল্পগুলি গানটির কথা লিখেছেন এফএ মিউজিকের কর্ণধার গীতিকবি ফারুক আনোয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন সম্রাট আহমেদ। ইতিমধ্যে এই মিউজিক চ্যানেলটি প্রবীণ শিল্পীদের নিয়ে কাজ করে প্রশংসিত হয়েছে।
নতুন গান নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আগেই বলেছিলাম, আমি যে ধরনের গান গাই, এমন কোনো গান হলে, যা আমার গাইতে ভালো লাগবে, আমি অবশ্যই গাইব। অতীত গল্পগুলি গানটির কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে। ধন্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন্য একটি চমৎকার গান লিখেছেন। ধন্যবাদ সম্রাটকে, সুন্দর সুর ও সংগীত আয়োজনের জন্য।’
গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমীনের জন্য নতুন গান করার। তাঁর কথা মাথায় রেখে সময় নিয়ে যত্ন করে গানটি লিখেছি। তাঁর গায়কি মাথায় রেখেই সুর করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা সফল হয়েছি, কারণ গানটি সাবিনা ইয়াসমীনের ভালো লেগেছে। আমাদের এই চেষ্টা পুরোপুরি সার্থক হবে শ্রোতাদের ভালো লাগলে।’
সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ বলেন, ‘শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমীন ম্যামের জন্য গান করা আমার জীবনে এক বড় পাওয়া। গীতিকার ফারুক আনোয়ার স্যার আমাকে বললেন এমন একটা সুর করতে হবে, যে সুর শুনে সাবিনা ইয়াসমীন ম্যামের ভালো লাগবে, তিনি গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তখন থেকেই আমার মাথায় ঘুরছিল আলাউদ্দিন আলী স্যারের নানা সুর। কারণ, তাঁর সুরে সাবিনা ইয়াসমীনের অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। আমি সাধ্যের পুরোটা দিয়ে চেষ্টা করেছি ভালো একটা সুর করার। নানা ধরনের অর্কেস্ট্রেশন দিয়ে সংগীত আয়োজন করার। আশা করি গানটি শ্রোতাদের মন জয় করবে।’
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। তাই গাওয়া হয়নি নতুন গান। এখন তিনি সুস্থ। আবারও কণ্ঠে তুললেন নতুন গান। সম্প্রতি তিনি গাইলেন ‘অতীত গল্পগুলি’ শিরোনামের একটি গান। গানটি শিগগিরই প্রকাশ করা হবে এফএ মিউজিকের ব্যানারে।
অতীত গল্পগুলি গানটির কথা লিখেছেন এফএ মিউজিকের কর্ণধার গীতিকবি ফারুক আনোয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন সম্রাট আহমেদ। ইতিমধ্যে এই মিউজিক চ্যানেলটি প্রবীণ শিল্পীদের নিয়ে কাজ করে প্রশংসিত হয়েছে।
নতুন গান নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আগেই বলেছিলাম, আমি যে ধরনের গান গাই, এমন কোনো গান হলে, যা আমার গাইতে ভালো লাগবে, আমি অবশ্যই গাইব। অতীত গল্পগুলি গানটির কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে। ধন্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন্য একটি চমৎকার গান লিখেছেন। ধন্যবাদ সম্রাটকে, সুন্দর সুর ও সংগীত আয়োজনের জন্য।’
গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমীনের জন্য নতুন গান করার। তাঁর কথা মাথায় রেখে সময় নিয়ে যত্ন করে গানটি লিখেছি। তাঁর গায়কি মাথায় রেখেই সুর করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা সফল হয়েছি, কারণ গানটি সাবিনা ইয়াসমীনের ভালো লেগেছে। আমাদের এই চেষ্টা পুরোপুরি সার্থক হবে শ্রোতাদের ভালো লাগলে।’
সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ বলেন, ‘শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমীন ম্যামের জন্য গান করা আমার জীবনে এক বড় পাওয়া। গীতিকার ফারুক আনোয়ার স্যার আমাকে বললেন এমন একটা সুর করতে হবে, যে সুর শুনে সাবিনা ইয়াসমীন ম্যামের ভালো লাগবে, তিনি গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তখন থেকেই আমার মাথায় ঘুরছিল আলাউদ্দিন আলী স্যারের নানা সুর। কারণ, তাঁর সুরে সাবিনা ইয়াসমীনের অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। আমি সাধ্যের পুরোটা দিয়ে চেষ্টা করেছি ভালো একটা সুর করার। নানা ধরনের অর্কেস্ট্রেশন দিয়ে সংগীত আয়োজন করার। আশা করি গানটি শ্রোতাদের মন জয় করবে।’
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৪ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১৩ ঘণ্টা আগে