বাংলাদেশ ভারতের পা চেটে চলবে না: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ ভারতের পা চেটে চলবে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক। আজ শনিবার দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।