গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা
আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে ‘শিক্ষার নামে বৈষম্য, মানি না মানব না’, ‘সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে’, ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো রাখতে হবে’, ‘গুচ্ছের ভোগান্তি, আর না আর না’, ‘গুচ্ছের বিড়ম্বনা আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন।