Ajker Patrika

বেনাপোলে গাঁজাসহ নারী গ্রেপ্তার 

প্রতিনিধি, শার্শা (যশোর)
বেনাপোলে গাঁজাসহ নারী গ্রেপ্তার 

যশোরের বেনাপোল সীমান্তের ভবারবেড় গ্রাম থেকে দুই কেজি গাঁজাসহ ফতেমা বেগম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে বেনাপোল বন্দর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা ফতেমা বেনাপোলের ভবারবেড় গ্রামের গোলাম বিহারের মেয়ে। 

বেনাপোল বন্দর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ফতেমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার যশোর আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত