Ajker Patrika

ব্যাংকে পেনশনের টাকা ছিনতাই, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮: ৪১
ব্যাংকে পেনশনের টাকা ছিনতাই, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে পেনশনের টাকা তুলতে গিয়ে গণেশ বাঁশফোড় (৮০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার উপজেলা সোনালী ব্যাংকের শাখা এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি পৌরসভার শেরকান্দির সুইপার পট্টি এলাকার বাসিন্দা। তিনি একজন অবসর প্রাপ্ত পরিছন্নকর্মী ছিলেন। 

ব্যাংকের সিসিটিভি ফ্রুটেজ, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে উপজেলায় সোনালী ব্যাংক শাখায় পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন গণেশ বাঁশফোড়। এ সময় একটি চক্র তাঁর পিছু নেয়। এরপর ১০টা ২৬ মিনিটের দিকে ২৫ হাজার টাকা তুলে ব্যাংকের গলি দিয়ে বের হচ্ছিলেন। এ সময় চক্রদলের একজন তাঁর কাছে যায় এবং পিঠে কিছু একটা লাগিয়ে দেয়। এরপর তিনি ব্যাংকের প্রধান প্রবেশ পথের সামনে থাকা টিউবওয়েলের কাছে পড়ে যান। তাঁর পিছুপিছু প্রতারক চক্রের একজন সেখানে যায়। এরপর প্রায় ৫ মিনিট পর গণেশ খালি গাঁয়ে টিউবওয়েলের কাছ থেকে বের হয়ে পুনরায় ব্যাংকের দিকে ফিরে যান। এ সময় প্রতারক চক্রের ছয়জনকে দ্রুত চলে যেতে দেখা যায়। 

টিউবওয়েল থেকে খালি গায়ে বের হয়ে পুনরায় ব্যাংকের দিকে যাচ্ছিলেন গণেশ বাঁশফোড় (৮০)আরও জানো গেছে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে গণেশ ব্যাংকের ব্যবস্থাপকের কাছে যান এবং তাঁর ২৫ হাজার টাকা ছিনতাইয়ের কথা বলতে বলতে অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান। এরপর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্বিতীয় তলায় পাঠায় তাঁকে। এ সময় দ্বিতীয় তলার সিড়িতে তিনি মারা যান। 

এ বিষয়ে নিহতের বড় ছেলে তুলশী বাঁশফোড় বলেন, ‘ব্যাংক থেকে পেশনের টাকা তুলে নিয়ে আসতে ব্যাংকের নিচে প্রতারক চক্রের শিকার হন বাবা। প্রতারক চক্র তাঁর ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. মো. মশিউল আরেফিন বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে দ্বিতীয় তলায় নিতে সিঁড়িতে তিনি মারা যান। ময়নাতদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে। 

বৃদ্ধ টিওয়েলে ঢোকার পর সেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজনকেএ বিষয়ে সোনালী ব্যাংকের উপজেলা শাখার জেষ্ঠ্য ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাস বলেন, ‘টাকা ছিনতাইয়ের পর বিষয়টি আমাকে জানাতে এসেছিলেন। এ কথা বলতে বলতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পাঠানো হয় এবং কিছু সময় পরে তিনি মারা যান।’

এ নিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, টাকা ছিনতাইয়ের কারণে স্টোক করে মারা যেতে পারেন। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত