পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ঘুমানোর সময় খেলতে যাওয়ায় স্থানীয় একটি মাদ্রাসার এক ছাত্রকে (১৮) শতাধিক বেত্রাঘাত করেছেন শিক্ষক মোহতামিম। এ ঘটনায় আহত ছাত্রকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন তাঁর বাবা।
গতকাল রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের সামছুল উলুম কওমী মাদ্রাসা এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের বাবা জানান, ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তাঁর ছেলে। রোববার দুপুরে মাদ্রাসায় পড়া শেষে ১ ঘণ্টা ঘুমের জন্য বিরতি দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় তাঁর ছেলে ঘুমিয়ে না পড়ে পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। খেলা শেষে ফিরে আসলে তাঁকে অফিস কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে শতাধিক বেতের আঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে রাত ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করেন তিনি। তাঁর পিটে, পায়ে ও হাতে শতাধিক বেতের আঘাতের দাগ রয়েছে বলে জানান তিনি।
এ বিষয় মাদ্রাসার শিক্ষক নায়েবে মোহতামিম ওয়েজ আহম্মেদ বলেন, ‘ছেলেদের ঘুমের জন্য ১ ঘণ্টা বিরতি দেওয়া হয়। কিন্তু ছেলেটি ঘুমিয়ে না পড়ে মোবাইলে গেম খেলছিল। সংবাদ পেয়ে তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারপিট করেছি। তবে মারপিট একটু বেশি হয়ে গেছে। তার জন্য বাবা-মা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি ভুল স্বীকার করেছি।’
সামসুল উলুম কওমী মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম জানান, সভাপতি খুলনাতে রয়েছেন। আসার পর জরুরি সভা করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, শুনেছি মাদ্রাসার ছাত্রকে মারপিট করে আহত করেছেন শিক্ষক। ছাত্রের অভিভাবক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার পাইকগাছায় ঘুমানোর সময় খেলতে যাওয়ায় স্থানীয় একটি মাদ্রাসার এক ছাত্রকে (১৮) শতাধিক বেত্রাঘাত করেছেন শিক্ষক মোহতামিম। এ ঘটনায় আহত ছাত্রকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন তাঁর বাবা।
গতকাল রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের সামছুল উলুম কওমী মাদ্রাসা এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের বাবা জানান, ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তাঁর ছেলে। রোববার দুপুরে মাদ্রাসায় পড়া শেষে ১ ঘণ্টা ঘুমের জন্য বিরতি দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় তাঁর ছেলে ঘুমিয়ে না পড়ে পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। খেলা শেষে ফিরে আসলে তাঁকে অফিস কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে শতাধিক বেতের আঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে রাত ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করেন তিনি। তাঁর পিটে, পায়ে ও হাতে শতাধিক বেতের আঘাতের দাগ রয়েছে বলে জানান তিনি।
এ বিষয় মাদ্রাসার শিক্ষক নায়েবে মোহতামিম ওয়েজ আহম্মেদ বলেন, ‘ছেলেদের ঘুমের জন্য ১ ঘণ্টা বিরতি দেওয়া হয়। কিন্তু ছেলেটি ঘুমিয়ে না পড়ে মোবাইলে গেম খেলছিল। সংবাদ পেয়ে তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারপিট করেছি। তবে মারপিট একটু বেশি হয়ে গেছে। তার জন্য বাবা-মা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি ভুল স্বীকার করেছি।’
সামসুল উলুম কওমী মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম জানান, সভাপতি খুলনাতে রয়েছেন। আসার পর জরুরি সভা করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, শুনেছি মাদ্রাসার ছাত্রকে মারপিট করে আহত করেছেন শিক্ষক। ছাত্রের অভিভাবক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪