Ajker Patrika

গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৪: ০২
গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার পরে উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়। 

শরিফুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাঁর বিরুদ্ধে কুমারখালীসহ বিভিন্ন থানায়, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে পলাতক রয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আকিবুল ইসলাম। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার পরে শরিফুল ইসলামের গোয়ালঘরে অভিযান চালানো হয়। অভিযানে গোয়ালঘর থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে একটি শুটারগান ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সেগুলোর জব্দ তালিকা প্রস্তুত করা হয়। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, শরিফুলের বিরুদ্ধে কুমারখালীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত