কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে চোর ধরাকে কেন্দ্র করে ভূমি অফিসের পিয়ন আব্দুর রাজ্জাককে (৫৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার সকালে একই এলাকার শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা করেন নিহতের স্ত্রী মোছা. রেবেকা খাতুন। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও ৫ থেকে ৬ জনকে।
সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
ওসি বলেন, প্রতিপক্ষের শহিদুলকে প্রধান করে ১৬ জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী। মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নেই। সন্দেহজনক আটককৃতরা এজাহারভুক্ত আসামি না হওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক (৫৫) উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমড়কান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ও খোকসার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
রোববার দুপুরে কোমড়কান্দি এলাকায় সরেজমিন দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ ও ডিবি পুলিশের অবস্থান। বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। আসামিপক্ষের বাড়িতে নেই কোনো পুরুষ। আতঙ্কে পালাচ্ছে নারীরাও। কয়েকজনকে গরু-ছাগল, আসবাব ও মালামাল আশপাশের আত্মীয়স্বজনদের বাড়িতে নিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আসামি পক্ষের ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘ওরা দল বেঁধে ঘোরাফেরা করতেছে। সুযোগ পেলেই ঘরের বেড়ায় বাড়ি (আঘাত) মারছে। এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। জিনিসপত্র সব চুরি করে নিয়ে যাচ্ছে।’
মামলার বাদী রেবেকা খাতুন বলেন, ‘বসাবসির (সালিস) কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। থানায় মামলা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’
৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুস সাত্তার জানান, ‘থানায় মামলা হয়েছে। আশা করছি ন্যায়বিচার পাব আমরা। তবে আসামিদের ঘরবাড়িতে আমরা কোনো হামলা বা লুটপাট করিনি। তাঁরা নিজেরায় পুলিশের সাহায্যে মালামাল সরিয়ে নিচ্ছে। আমাদের কাছে ভিডিও আছে। এখন আমাদের ফাঁসাতে মিথ্যে অভিযোগ করতে পারে।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এ হত্যাকাণ্ড ঘটেছে। ভাঙচুরের কোনো অভিযোগ পাওয়া যায়নি। গরু চুরির ঘটনা ঘটেছিল। গরু জব্দ করা হয়েছে এবং এ-সংক্রান্ত একটি চুরির মামলা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে এলাকায় চোর ঢুকেছিল। ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বর ফিরোজ খাঁর লোকজন চোরকে ধাওয়া করেছিল। ধাওয়া খেয়ে চোর বর্তমান মেম্বর আব্দুস সাত্তারের সমর্থক নিহত রাজ্জাকের বাড়িতে ঢুকে পড়েছিল। এ সময় রাজ্জাক ও তাঁর লোকজন চোরকে মারধর করতে বাধা দেন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন। এ নিয়ে গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কথা বলার জন্য রাজ্জাককে কোমড়কান্দি বাজারে ডেকে নেন ফিরোজা খাঁ। এরপর রাজ্জাক কোমড়কান্দি বাজারে পৌঁছালে প্রতিপক্ষের সুরদ্দিন তাঁকে ছুরিকাঘাত করে এবং প্রতিপক্ষরা রাজ্জাকসহ তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন নিতের স্বজনেরা। এতে নিহতের ছেলে, স্ত্রীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
কুষ্টিয়ার কুমারখালীতে চোর ধরাকে কেন্দ্র করে ভূমি অফিসের পিয়ন আব্দুর রাজ্জাককে (৫৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার সকালে একই এলাকার শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা করেন নিহতের স্ত্রী মোছা. রেবেকা খাতুন। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও ৫ থেকে ৬ জনকে।
সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
ওসি বলেন, প্রতিপক্ষের শহিদুলকে প্রধান করে ১৬ জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী। মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নেই। সন্দেহজনক আটককৃতরা এজাহারভুক্ত আসামি না হওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক (৫৫) উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমড়কান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ও খোকসার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
রোববার দুপুরে কোমড়কান্দি এলাকায় সরেজমিন দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ ও ডিবি পুলিশের অবস্থান। বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। আসামিপক্ষের বাড়িতে নেই কোনো পুরুষ। আতঙ্কে পালাচ্ছে নারীরাও। কয়েকজনকে গরু-ছাগল, আসবাব ও মালামাল আশপাশের আত্মীয়স্বজনদের বাড়িতে নিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আসামি পক্ষের ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘ওরা দল বেঁধে ঘোরাফেরা করতেছে। সুযোগ পেলেই ঘরের বেড়ায় বাড়ি (আঘাত) মারছে। এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। জিনিসপত্র সব চুরি করে নিয়ে যাচ্ছে।’
মামলার বাদী রেবেকা খাতুন বলেন, ‘বসাবসির (সালিস) কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। থানায় মামলা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’
৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুস সাত্তার জানান, ‘থানায় মামলা হয়েছে। আশা করছি ন্যায়বিচার পাব আমরা। তবে আসামিদের ঘরবাড়িতে আমরা কোনো হামলা বা লুটপাট করিনি। তাঁরা নিজেরায় পুলিশের সাহায্যে মালামাল সরিয়ে নিচ্ছে। আমাদের কাছে ভিডিও আছে। এখন আমাদের ফাঁসাতে মিথ্যে অভিযোগ করতে পারে।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এ হত্যাকাণ্ড ঘটেছে। ভাঙচুরের কোনো অভিযোগ পাওয়া যায়নি। গরু চুরির ঘটনা ঘটেছিল। গরু জব্দ করা হয়েছে এবং এ-সংক্রান্ত একটি চুরির মামলা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে এলাকায় চোর ঢুকেছিল। ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বর ফিরোজ খাঁর লোকজন চোরকে ধাওয়া করেছিল। ধাওয়া খেয়ে চোর বর্তমান মেম্বর আব্দুস সাত্তারের সমর্থক নিহত রাজ্জাকের বাড়িতে ঢুকে পড়েছিল। এ সময় রাজ্জাক ও তাঁর লোকজন চোরকে মারধর করতে বাধা দেন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন। এ নিয়ে গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কথা বলার জন্য রাজ্জাককে কোমড়কান্দি বাজারে ডেকে নেন ফিরোজা খাঁ। এরপর রাজ্জাক কোমড়কান্দি বাজারে পৌঁছালে প্রতিপক্ষের সুরদ্দিন তাঁকে ছুরিকাঘাত করে এবং প্রতিপক্ষরা রাজ্জাকসহ তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন নিতের স্বজনেরা। এতে নিহতের ছেলে, স্ত্রীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫