কিটি পার্টির ছলে কোটি রুপির প্রতারণা, নারী কারাগারে
প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়, ২০২৩ সালে সবিতা তাঁকে জানান, দুবাইয়ে সোনার দাম কমে গেছে। সবিতার স্বামী সেখানেই কাজ করেন। সোনায় দুই বছর বিনিয়োগ করলেই চার গুণ ফেরত। সবিতার কথায় আশ্বস্ত হয়ে ২৪ লাখ রুপি বিনিয়োগ করেন কুসুমা, যা ছিল তাঁর ও তাঁর প্রয়াত স্বামীর যৌথ সঞ্চয়।