কলকাতা প্রতিনিধি
অযোধ্যার রামমন্দিরের পাশে পাগলাভরি গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরের নীরবতা ভেঙেছে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে। চোখের পলকে একটি বাড়ি ধসে পড়ে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের ধারণা, অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের উৎস এখনো নিশ্চিত নয়। বাড়িটিতে কোনো গ্যাস সিলিন্ডার ফেটেছিল নাকি অন্য কোনো দাহ্য পদার্থ ছিল, তা যাচাই করছে ফরেনসিক দল।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে—আশপাশের তিনটি গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। বহু বাড়ির কাচ ভেঙে গেছে এবং উড়ে আসা ইট-পাথরে কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ সার্কেল অফিসার শৈলেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকা রয়েছে।
ঘটনার পরপরই পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। আহত ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের পাঠানো হয়েছে অযোধ্যা জেলা হাসপাতালে।
প্রশাসন আপাতত গ্রামটি ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছে যেতে দেওয়া হচ্ছে না। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানীয় সমাজকর্মীরা এগিয়ে এসেছেন এবং গ্রামে চলছে ত্রাণ বিতরণ। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শনে গেছেন।
বিস্ফোরণের কারণ নিয়ে চলছে নানা জল্পনা—কেউ বলছেন গ্যাস সিলিন্ডার, কেউ সন্দেহ করছেন অবৈধ আতশবাজির মজুত। তবে প্রশাসন এখনই কিছু নিশ্চিত করতে রাজি নয়।
রামমন্দির উদ্বোধনের পর থেকে যে শহর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে, সেই অযোধ্যাতেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে।
অযোধ্যার রামমন্দিরের পাশে পাগলাভরি গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরের নীরবতা ভেঙেছে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে। চোখের পলকে একটি বাড়ি ধসে পড়ে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের ধারণা, অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের উৎস এখনো নিশ্চিত নয়। বাড়িটিতে কোনো গ্যাস সিলিন্ডার ফেটেছিল নাকি অন্য কোনো দাহ্য পদার্থ ছিল, তা যাচাই করছে ফরেনসিক দল।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে—আশপাশের তিনটি গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। বহু বাড়ির কাচ ভেঙে গেছে এবং উড়ে আসা ইট-পাথরে কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ সার্কেল অফিসার শৈলেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকা রয়েছে।
ঘটনার পরপরই পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। আহত ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের পাঠানো হয়েছে অযোধ্যা জেলা হাসপাতালে।
প্রশাসন আপাতত গ্রামটি ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছে যেতে দেওয়া হচ্ছে না। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানীয় সমাজকর্মীরা এগিয়ে এসেছেন এবং গ্রামে চলছে ত্রাণ বিতরণ। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শনে গেছেন।
বিস্ফোরণের কারণ নিয়ে চলছে নানা জল্পনা—কেউ বলছেন গ্যাস সিলিন্ডার, কেউ সন্দেহ করছেন অবৈধ আতশবাজির মজুত। তবে প্রশাসন এখনই কিছু নিশ্চিত করতে রাজি নয়।
রামমন্দির উদ্বোধনের পর থেকে যে শহর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে, সেই অযোধ্যাতেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে।
সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। কিন্তু এই ছবি পছন্দ না হওয়ায় ম্যাগাজিনটির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। দাবি করেছেন—ছবিতে তাঁর চুল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেমাদাগাস্কারের সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রেডিওতে ঘোষণা দিয়েছেন কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। জেন-জি আন্দোলনের জেরে প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করার পর এ ঘোষণা এসেছে।
১০ ঘণ্টা আগেগাজা ও মিসরের মধ্যে অবস্থিত রাফাহ সীমান্ত ক্রসিং দিয়েই মূলত গাজায় মানবিক সহায়তা পাঠানো হয়। কিন্তু এই ক্রসিং এখনো খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবাহ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগেমিসরে অনুষ্ঠিত গাজা সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে দেখে ‘বিউটিফুল’ বা ‘সুন্দরী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত ওই সম্মেলনের মঞ্চে একমাত্র নারী নেতা হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি।
১২ ঘণ্টা আগে