Ajker Patrika

বিষ পান করে পরিবারকে জানালেন কলেজছাত্রী, ঢামেকে মৃত্যু 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৩: ০৭
বিষ পান করে পরিবারকে জানালেন কলেজছাত্রী, ঢামেকে মৃত্যু 

রাজধানীতে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর মৃত্যু হয়। পরিবার বলছে, ওই তরুণী বিষপানের পর নিজেই তাঁদের জানিয়েছেন। 

তরুণী অদিতি রাণী রায় (১৮) বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে তিনিই ছিলেন বড়। তিনি হাজারীবাগের ভাগলপুর লেন এলাকার লিটন চন্দ্র দের মেয়ে। 

অদিতির বাবা লিটন চন্দ্র দে আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন ধরে পড়াশোনায় অমনোযোগী পেয়ে গত রাতে মেয়েকে বকাঝকা করা হয়। ভোরের মেয়ে নিজেই তাঁদের জানান যে তিনি বিষ পান করেছেন। বলেই অচেতন হয়ে যান। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে স্বজনেরা ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, স্বজনেরা জানিয়েছে যে, তিনি বাসায় বিষ পান করেছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানার পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত