Ajker Patrika

মানিকগঞ্জে কিশোরীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৩৪
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি আক্তার নামে এক কিশোরীকে হত্যার দায়ে আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

আসামি আবুল হোসেন হরিরামপুর উপজেলার সরফদি নগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, একই গ্রামের বৃষ্টি আক্তারের বাবা রমজান আলীর সঙ্গে আবুল হোসেন দিনমজুরের কাজ করতেন। এই সুবাদে আবুল বৃষ্টিদের বাড়িতে আসা-যাওয়া করতেন। কয়েক দিন যাওয়া-আসা করার পর বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেন আবুল। কিন্তু আবুলের বয়স বেশি হওয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাঁদের বাড়িতে আসতে নিষেধ করেন। এতে আবুল ক্ষিপ্ত হয়ে তাঁদের হুমকি দিয়ে বলেন, আমাকে ছাড়া কীভাবে মেয়ের বিয়ে দেন তা দেখে নেব। এর পর থেকে অন্যত্র বৃষ্টিকে বিয়ে দেওয়ার জন্য তাঁর মা-বাবা চেষ্টা করতে থাকেন। 

পরবর্তী সময়ে ২০১৭ সালের ৫ মে বৃষ্টির মা তাঁর বাবার বাড়িতে যান এবং বাবা কাজে বের হন। এ সময় বৃষ্টিকে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান আবুল। ঘটনার পরপরই বৃষ্টি দৌড়ে পাশের বাড়িতে গিয়ে মারা যায়। ওই দিন রাতেই বৃষ্টির মা আকলিমা বেগম বাদী হয়ে আবুলকে আসামি করে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর দুই দিন পর আবুলকে হরিরামপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী কলে ২০১৮ সালের ১০ জুলাই হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কোহিনুর মিয়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আবুল দোষী প্রমাণিত হওয়ায় বিচারিক আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট।’ 

আসামিপক্ষের আইনজীবী মো. মতিয়ার রহমান ওরফে আঙ্গুর অসন্তোষ প্রকাশ করে বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত